রক্তনালীর ব্লক সমস্যা
Home » Blood Vessel Blockage Problem
কি?
রক্তনালীর বিশেষত ধমনীর প্রাচীরে দীর্ঘদিন ধরে জমে থাকা এথেরোস্কেলোটিক প্ল্যাক যখন দূরবর্তী অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত করে তখন তাকে বলে রক্তনালীর ব্লক সমস্যা বা পেরিফেরাল আর্টারি ডিজিজ। এর ফলে ধমনী সংকুচিত হয় এবং হাত- পায়ে রক্ত চলাচল কমে যায়। হাত বা সাধারণত পা, অপর্যাপ্ত রক্ত সরবরাহ পায়, যা হাঁটার সময় পায়ে ব্যথা এবং অন্যান্য উপসর্গ হতে পারে। পেরিফেরাল আর্টারি ডিজিজ এথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত ধমনীতে ফ্যাট বা চর্বি জমার ইঙ্গিত দেয়।
প্রধান কারণসমূহ ?
-ধূমপাণ
-ডায়াবেটিস
-উচ্চ রক্তচাপ
-জন্মগত রোগ
-পুরুষ লিঙ্গ
আরো অনেক কারণ রয়েছে
লক্ষ্মণসমূহ :
ব্যথা:প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে ব্যথা,সাধারণত হাটাচলার সময় নির্দিষ্ট দূরত্ব পার করার পর পায়ে ব্যথা,যা বিশ্রামে কমে যায় পরবর্তীতে তীব্র ব্যথা যার ফলে রোগী ঘুমাতে পারে না এবং ব্যথানাশক ওষুধ প্রয়োগেও উপসম হয় না
–হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
–হাত-পা কালো হয়ে যাওয়া
—লোম উঠে যাওয়া
—নখ ভঙ্গুর হয়ে যাওয়া
—ঘা বা পচন শুরু হওয়া
চিকিৎসা পদ্ধতি:
–জীবনযাত্রা পরিবর্তন
–ওষুধপত্র
–না কেটে স্টেন্ট বা বেলুন এনজিওপ্লাস্টি
–বাইপাস অপারেশন
–স্টেম সেল থেরাপি
Before blood vessel blockage surgery
Blockage in the blood vessel on the left side of the abdomen
Blocked blood vessel in the abdomen
Blocked blood vessel in the arm
Blocked blood vessel in the right leg
Blocked blood vessel
Bypass or Y-graft in a closed abdominal blood vessel
Bypass surgery of the abdominal blood vessel (Y-graft)
Bypass surgery of the leg blood vessels
Gangrene in the leg due to blocked blood vessels
Stenting in the abdominal blood vessel
